ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিতর্কের মুখে বিসিবি পরিচালক পদ থেকে ইসফাককে সরাল ক্রীড়া পরিষদ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, অক্টোবর ৭, ২০২৫
বিতর্কের মুখে বিসিবি পরিচালক পদ থেকে ইসফাককে সরাল ক্রীড়া পরিষদ সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে ইসফাক আহসানের নাম ঘোষণার পরই ক্রীড়াঙ্গনে যে তীব্র বিতর্ক শুরু হয়েছিল, তার অবসান ঘটতে চলেছে।  

ব্যাপক সমালোচনার মুখে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে পরিচালক পদ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

আজ মঙ্গলবারের মধ্যেই তার পরিবর্তে নতুন একজনের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ডের ২৫ সদস্যের পরিচালনা পর্ষদে ২৩ জন নির্বাচিত হয়ে আসেন এবং বাকি দুজনকে মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ।  

সোমবার (৬ অক্টোবর) বিসিবি নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই এনএসসি মনোনীত দুই পরিচালক হিসেবে ইসফাক আহসানসহ আরেকজনের নাম প্রকাশ করা হয়।

কিন্তু ইসফাক আহসানের নাম সামনে আসতেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।  

অভিযোগ ওঠে, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এবং যুবলীগের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত। অতীতে তিনি চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীও ছিলেন।

এই বিতর্কের জেরেই এনএসসি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। আজ মঙ্গলবার বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং ধারণা করা হচ্ছে, এই সভার আগেই নতুন মনোনীত পরিচালকের নাম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।