ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ব্যাটিং র‌্যাংকিংয়ে ইতিহাস গড়লেন অভিষেক, অলরাউন্ডারদের শীর্ষে সাইম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, অক্টোবর ১, ২০২৫
ব্যাটিং র‌্যাংকিংয়ে ইতিহাস গড়লেন অভিষেক, অলরাউন্ডারদের শীর্ষে সাইম

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতের অভিষেক শর্মা। এশিয়া কাপে দারুণ পারফরম্যান্সের সুবাধে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জন করার রেকর্ড গড়েছেন তিনি।

 

দীর্ঘ পাঁচ বছরের রেকর্ড ভেঙে ৯৩১ রেটিং পয়েন্ট অর্জন করেছেন এই বাঁহাতি ওপেনার। এর আগে ২০২০ সালে ইংল্যান্ডের ডেভিড মালান অর্জন করেছিলেন সর্বোচ্চ ৯১৯ পয়েন্ট।

মাত্র এক বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়েই ব্যাট হাতে দুর্দান্ত ভারতের এই ওপেনার। ২৫ বছর বয়সী এই ব্যাটার এশিয়া কাপে ৪৪.৮৫ গড়ে করেছেন ৩১৪ রান। পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি। ব্যাটিং র‍্যাংকিংয়ে এখন দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে ৮২ পয়েন্ট এগিয়ে অভিষেক। ভারতের তিলক ভার্মা ২১৩ রান করে তৃতীয় স্থানে আছেন।

এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করে এই তালিকায় উন্নতি হয়েছে বেশ কয়েকজনের। শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ২৬১ রান করে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা পঞ্চম স্থানে উঠে এসেছেন। তার সতীর্থ কুশল পেরেরা দুই ধাপ উঠে নবম, পাকিস্তানের সাহিবজাদা ফারহান ১১ ধাপ এগিয়ে ১৩তম এবং ভারতের সঞ্জু স্যামসন আট ধাপ উঠে ৩১তম স্থানে অবস্থান করছেন।

বোলারদের তালিকায় ভারতের বরুণ চক্রবর্তী রয়ে গেছেন শীর্ষে। এশিয়া কাপে সাত উইকেট নেওয়ার পরও তিনি নিজের অবস্থান ধরে রেখেছেন। ভারতের কুলদীপ যাদব নয় ধাপ এগিয়ে এখন ১২তম। পাকিস্তানের শাহীন আফ্রিদি ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ১৩তম স্থানে, আর বাংলাদেশের রিশাদ হোসেন ছয় ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন।

অলরাউন্ডারদের তালিকায় এসেছে বড় পরিবর্তন। চার ধাপ এগিয়ে ভারতের হার্দিক পান্ডিয়াকে হটিয়ে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের সাইম আইয়ুব। এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আট উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।  

পান্ডিয়া নেমে গেছেন দ্বিতীয় স্থানে, পিছিয়ে আছেন আট রেটিং পয়েন্টে। পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ চার ধাপ এগিয়ে ১৩তম এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা তিন ধাপ এগিয়ে যৌথভাবে ৩০তম স্থানে উঠে এসেছেন।

আরইউ/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।