আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিদায়ের কারণে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশও।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলানা কান্দাম্বি। তিনি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের বিপক্ষে তারা নিয়মিত খেলেছে, তাই বাংলাদেশ দলের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ভালো ধারণা রয়েছে।
তিনি বলেন, ‘গত তিন-চার মাসে আমরা প্রায় চার-পাঁচটি ম্যাচ খেলেছি বাংলাদেশের সঙ্গে। তাই আমাদের ছেলেরা তাদের খুঁটিনাটি জানে এবং আমরা আশা করি ভালো লড়াই দেখাতে পারব। ’
কান্দাম্বি বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন। উল্লেখ করেন, এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশ টানা তিনটি সিরিজ জিতেছে, যা তাদের ফর্মের ইঙ্গিত দেয়।
তিনি বলেন, ‘বাংলাদেশ একটি শক্তিশালী দল। গত ছয় মাস ধরে তারা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। আমাদের ছেলেরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে, আমি বিশ্বাস করি আমরা জিততে পারব। ’
বাংলাদেশকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন লঙ্কান কোচ। তবে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে এশিয়া কাপে নিজেদের পথ আরও দীর্ঘ করতে চায় তারা।
এফবি/আরইউ