বাংলাদেশ ক্রিকেটের এক সোনালি অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। দীর্ঘ দুই দশকের পরিশ্রম, অদম্য লড়াই আর নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ এবার তিনি স্পর্শ করতে যাচ্ছেন অনন্য এক মাইলফলক- শততম টেস্ট।
এর আগে লাল-সবুজের কেউ কখনও এই জায়গায় পৌঁছাতে পারেননি। বর্তমানে মুশফিকের নামের পাশে আছে ৯৮ টেস্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে নভেম্বরের সিরিজেই হবে শততম টেস্ট। সিলেটে ১১ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। তবে ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টই হয়ে উঠবে মুশফিকের ক্রিকেট জীবনের সবচেয়ে বিশেষ ম্যাচ।
মাত্র ১৮ বছর বয়সে ২০০৫ সালে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। টেস্টে ছয় হাজারের বেশি রান তার ব্যাট থেকে এসেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালে তার অপরাজিত ২১৯ রানের মহাকাব্যিক ইনিংস আজও সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
মুশফিক শুধু একজন ব্যাটসম্যান নন, তিনি বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিরই অংশ। বিপদের মুহূর্তে দলকে টেনে তোলার মানসিক দৃঢ়তা, শত শত ঘণ্টার পরিশ্রম, আর নিঃশব্দে দলকে সেবা দেওয়ার মানসিকতা তাকে দিয়েছে এক অনন্য উচ্চতা। তার শততম টেস্ট কেবল একটি সংখ্যা নয়, এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।
এফবি