ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

সুপার ফোরে উঠতে ‘যদি-কিন্তু’ সমীকরণে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, সেপ্টেম্বর ১৬, ২০২৫
সুপার ফোরে উঠতে ‘যদি-কিন্তু’ সমীকরণে বাংলাদেশ ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় চমকই ঘটিয়ে ফেলেছিল হংকং। যদি তা হতো, তবে বাংলাদেশের জন্য সুপার ফোরে ওঠার সমীকরণ আরও সহজ হয়ে যেত।

তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। তবে এখনও আশা টিকে আছে টাইগারদের সামনে। যদিও রয়েছে কঠিন হিসাব-নিকাশের পথ।

আজআফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সুপার ফোরে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ফলাফল খুব একটা ইতিবাচক নয় বাংলাদেশের জন্য। তাছাড়া ম্যাচের ভেন্যুও অনেকটা আফগানিস্তানের হোম গ্রাউন্ডের মতো।

তবে ম্যাচ জিতলেই সব সমস্যা শেষ হবে না। চোখ রাখতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকেও, যেখানে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লঙ্কানরা। যদি তারা আফগানদের হারায়, তবে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সুপার ফোরে উঠবে। সেক্ষেত্রে বাংলাদেশ আজ যেকোনো ব্যবধানে জিতলেই জায়গা পাকা হবে পরের পর্বে।

কিন্তু যদি আফগানিস্তান জেতে, তবে সমীকরণ হবে জটিল। বাংলাদেশ আজ জিতলে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশের পয়েন্ট সমান ৪ হবে। তখন নির্ধারণী হবে রান রেট। এই জায়গায় শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুই দলই এগিয়ে আছে। ফলে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জেতার চেষ্টা করতে হবে টাইগারদের।

অন্যদিকে, যদি বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরে যায়, তবে আর কোনো সমীকরণই কাজে লাগবে না। টাইগারদের পয়েন্ট থেকে যাবে ২। তখন শ্রীলঙ্কা ও আফগানিস্তান, নিজেদের ম্যাচের আগে-ই ৪ পয়েন্টে থেকে নিশ্চিত হয়ে যাবে পরবর্তী পর্বের লড়াইয়ে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।