ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

ক্রিকেট

বিয়ের প্রলোভনে ধর্ষণ: এবার ঘরোয়া ক্রিকেট থেকেও বাদ ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, আগস্ট ১১, ২০২৫
বিয়ের প্রলোভনে ধর্ষণ: এবার ঘরোয়া ক্রিকেট থেকেও বাদ ভারতীয় ক্রিকেটার যশা দয়াল/সংগৃহীত ছবি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার যশ দয়ালের ব্যক্তিগত জীবনের বিতর্ক এবার তার পেশাদার ক্যারিয়ারেও প্রভাব ফেলছে। ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার কারণে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) তাকে চলমান উত্তর প্রদেশ টি-২০ লিগে খেলার অনুমতি দেয়নি বলে খবর প্রকাশ পেয়েছে।

২৭ বছর বয়সী দয়াল এ বছর নিলামে ৭ লাখ রুপিতে গোরখপুর লায়ন্স দলে যোগ দেন। কিন্তু গাজিয়াবাদের এক নারী তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ৬ জুলাই একটি এফআইআর দায়ের করেন।  

অভিযোগে বলা হয়, প্রায় পাঁচ বছর আগে তাদের পরিচয় হয় এবং দয়াল বিয়ের প্রতিশ্রুতি দেন। তবে তিনি বারবার বিয়ের প্রস্তাব পিছিয়ে দেন এবং পরে ওই নারী জানতে পারেন, দয়াল অন্য নারীদের সঙ্গেও জড়িত।

মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ৬৯ নম্বর ধারা অনুযায়ী দায়ের হয়েছে, যেখানে প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগের শাস্তির কথা বলা হয়েছে। দয়াল আদালতে আবেদন করে জানান, এই ধারায় অভিযোগ টেকসই হতে হলে প্রমাণ করতে হবে যে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার সময়ই তার তা পূরণের কোনো ইচ্ছা ছিল না। তিনি গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত রাখা এবং মামলাটি বাতিলের আবেদনও করেছেন।

যদিও ইউপিসিএর পক্ষ থেকে গোরখপুর লায়ন্সকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন দলটির মালিক বিশেষ গৌর। তবে স্থানীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ জানিয়েছে, ইউপিসিএ মামলা চলমান থাকায় দয়ালকে লিগ থেকে বিরত রেখেছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।