ভারতের বিপক্ষে চলমান পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডকে বড় ধাক্কা খেল। বাঁ কাঁধে চোট পেয়ে বাকি ম্যাচ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস ওকস।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, 'এই পর্যায়ে, চোটের কারণে ওকস এই টেস্টে আর অংশ নিতে পারবেন না। '
চোটের ঘটনা ঘটে ভারতের প্রথম ইনিংসের ৫৭তম ওভারে। মিড-অফ থেকে দৌড়ে বল বাঁচাতে গিয়ে বাউন্ডারির কাছে ডাইভ দেন ওকস। কিন্তু পড়ে গিয়ে বাঁ কাঁধে আঘাত পান এবং সঙ্গে সঙ্গে যন্ত্রণায় তা চেপে ধরেন।
ইংল্যান্ড ইতিমধ্যেই অধিনায়ক বেন স্টোকস এবং পেসার জফরা আর্চারকে ছাড়াই খেলছে। এখন ওকস ছিটকে যাওয়ায় বোলিং আক্রমণে তাদের ভরসা বলতে কেবল তিন পেসার—জশ টাং, গাস অ্যাটকিনসন ও জেমি ওভারটন।
মজার ব্যাপার হলো, তিন দিন আগেই স্টোকস এক সাক্ষাৎকারে টেস্ট ক্রিকেটে ইনজুরি বদলি ব্যবস্থার বিরোধিতা করেছিলেন—এমনকি যদি এতে কোনো দল ম্যাচে পিছিয়ে পড়ে। আর এখন তার দলকেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হলো।
পুরো সিরিজে দারুণ পরিশ্রম করেছেন ক্রিস ওকস। পাঁচটি টেস্টেই খেলেছেন, ১৮১ ওভার বোলিং করে নিয়েছেন ১১ উইকেট—দুই দলের মধ্যে সবচেয়ে বেশি ওভার করা বোলার তিনিই।
এমএইচএম