বুলাওয়েতে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ২৩৬ রানে জিতে টানা দশম টেস্ট জয়ের স্বাদ পেল প্রোটিয়ারা।
এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা ভেঙেছে নিজেদের আগের রেকর্ড—২০০২/০৩ মৌসুমে গড়া টানা ৯ টেস্ট জয়ের কীর্তি। টেস্ট ইতিহাসে এখন চতুর্থ সর্বোচ্চ টানা জয়ের তালিকায় উঠে এসেছে তারা। দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড আছে কেবল—
ওয়েস্ট ইন্ডিজ (১১ জয়, ১৯৮৪)
অস্ট্রেলিয়া (১৬ জয়, দুইবার)
সবচেয়ে চমকপ্রদ ব্যাপার, এই ১০ জয়ের মধ্যে ছয়টিই এসেছে প্রতিপক্ষের মাঠে।
প্রোটিয়াদের এই দুরন্ত যাত্রা শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রভিডেন্সে ৪০ রানের নাটকীয় জয় দিয়ে। এরপর বাংলাদেশের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কাকেও হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কেপটাউনে ১০ উইকেটে জয় পায় তারা। অষ্টম জয়টিই ছিল সবচেয়ে স্মরণীয়—লর্ডসে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা জিতে নেয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা।
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে আরও উঁচুতে উঠল ডিন এলগারের দল। প্রথম টেস্টে ৩০০ রানের বেশি ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় টেস্টে জয় এসেছে আরও একতরফাভাবে।
বুলাওয়ের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন উইয়ান মুল্ডার। তার রেকর্ড গড়া ট্রিপল সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৬২৬/৫ তুলে ইনিংস ঘোষণা করে। পরে দুই ইনিংসে যথাক্রমে ১৭০ ও ২২০ রানে অলআউট করে জিম্বাবুয়েকে, ম্যাচ জিতে নেয় ইনিংস ও ২৩৬ রানের ব্যবধানে।
এমএইচএম