ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

কৌশলগত চিন্তায় লিটনের নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, মে ১২, ২০২৫
কৌশলগত চিন্তায় লিটনের নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত লিটন দাস/সংগৃহীত ছবি

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস তার প্রথম পূর্ণাঙ্গ দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে। এই দুই ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে তার নেতৃত্বের নতুন অধ্যায় ।

সংবাদ সম্মেলনে লিটনের বক্তব্য

১২ মে মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিটন দাস জানান, তার অধিনায়কত্বের মূল লক্ষ্য হলো সিরিজ জয়। তিনি বলেন, “আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় তারা চায় পারফর্ম করতে। প্রত্যেকটা অধিনায়ক বাংলাদেশের সে চায় তার দলটা জিতুক। সুতরাং আমিও ব্যতিক্রম কিছু না। আমি চাইব আমার হাত ধরে যেন বড় কিছু হয় বা আমি যেন যেকোনো সিরিজে গিয়ে জিততে পারি—লক্ষ্য একটাই। ”

তিনি আরও উল্লেখ করেন যে, অধিনায়কত্বের চাপ নিয়ে তিনি চিন্তিত নন। বরং এই দায়িত্ব তাঁকে আরও ইতিবাচকভাবে খেলতে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন।

কৌশলগত দৃষ্টিভঙ্গি

লিটন দাস ব্র্যান্ডেড ক্রিকেটের পরিবর্তে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী খেলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আসলে ব্র্যান্ডেড ক্রিকেট আমি এটা বলবো না। আমি যেভাবে চিন্তা করি আপনাকে যদি ওই উত্তরটা দিই—কোনো কোনো খেলায় ১৮০ কিংবা ২০০ রান তাড়া করতে হতে পারে আবার কোনো কোনো খেলায় ১৪০-১৪৫ রান তাড়া করতে হতে পারে। আমি কিভাবে খেললে ম্যাচটা জিততে পারি এটা হচ্ছে প্রধান লক্ষ্য। ”

তিনি চান, প্রতিটি খেলোয়াড় যেন ম্যাচের প্রয়োজন অনুযায়ী নিজেদের ভূমিকা পালন করে।

সহকারী কোচ সালাউদ্দিনের মূল্যায়ন

বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন লিটন দাসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “লিটন খুবই ভালো টেকনিশিয়ান, ফিল্ড প্লেসমেন্ট এবং বোলারের শক্তি সম্পর্কে তার ভালো ধারণা আছে। প্রতিপক্ষ সম্পর্কে সে খুব ভালোভাবে বিশ্লেষণ করে। ”

তিনি আরও বলেন, “বাংলাদেশ দলের অধিনায়ক মানে পুরো দেশেরই অধিনায়ক। এটা আমাদের মানতে হবে। আপনারা হয়তো অনেকেই ওকে অপছন্দ করেন। অনেকের হয়তো অধিনায়ককে দেখলেই মাথা গরম হয়ে যায়। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক হওয়া সহজ কাজ নয়। আপনারা বাইরে থেকে মনে করতে পারেন সহজ। তবে এটা অনেক কঠিন কাজ এবং এটার জন্য আমাদের সবাইকে সাপোর্ট করতে হবে। ”

সামনের সূচি

সংযুক্ত আরব আমিরাত সফর: ১৭ ও ১৯ মে, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।

পাকিস্তান সফর: ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত, ফয়সালাবাদ ও লাহোরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।