ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি/

পিএসএল আবার শুরুর ইঙ্গিত, সব দলকে ইসলামাবাদে জড়ো করার পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৫, মে ১১, ২০২৫
পিএসএল আবার শুরুর ইঙ্গিত, সব দলকে ইসলামাবাদে জড়ো করার পরিকল্পনা সংগৃহীত ছবি

পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা আসার পরপরই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আবার শুরু করার ব্যাপারে ইতিবাচক উদ্যোগ নিতে শুরু করেছে কর্তৃপক্ষ।  

পাকিস্তানভিত্তিক জিও নিউজ-এর সূত্রে জানা গেছে, পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে বলা হয়েছে যেন তারা তাদের বিদেশি খেলোয়াড়দের দুবাইয়ে অপেক্ষায় রাখে—এটি একপ্রকার ইঙ্গিত দিচ্ছে যে টুর্নামেন্ট ফের শুরু হতে যাচ্ছে।

জানা গেছে, যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই পিএসএল প্রশাসন প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছে। এখন তারা একটি পরিকল্পনা তৈরি করছে যাতে সব দলকে ইসলামাবাদে জড়ো করে বাকি ম্যাচগুলো রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা যায়।

তবে এই সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি।

মাত্র একদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছিল যে, পিএসএল সিজন ১০–এর বাকি আটটি ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত আসে পাকিস্তান সীমান্তে উত্তেজনার চরম অবস্থায় পৌঁছানোর পর—যেখানে ৭৮টি ভারতীয় ড্রোনের অনুপ্রবেশ ও মিসাইল হামলার ঘটনা ঘটে।

পিসিবি একে "ভারতের বেপরোয়া আগ্রাসন" বলে উল্লেখ করে এবং নিহত সেনা ও তাদের পরিবারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে।

তারা একই সঙ্গে স্বীকার করেছে যে, বিদেশি খেলোয়াড়দের জন্য বিষয়টি মানসিকভাবে খুব চাপের ছিল এবং তাদের পরিবারের উদ্বেগকে শ্রদ্ধা জানিয়েই টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

পিএসএলের ২৭টি ম্যাচ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কেবল আটটি ম্যাচ বাকি ছিল, যার মধ্যে প্লে-অফের গুরুত্বপূর্ণ লড়াইও রয়েছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।