ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

ক্রিকেট

আর্শদীপের রেকর্ড গড়ার ম্যাচে দ. আফ্রিকাকে উড়িয়ে দিল ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, ডিসেম্বর ১৭, ২০২৩
আর্শদীপের রেকর্ড গড়ার ম্যাচে দ. আফ্রিকাকে উড়িয়ে দিল ভারত সংগৃহীত ছবি

ঐতিহ্যের অংশ হিসেবে পিঙ্ক ডে ওডিআই খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তাদের রঙিন দিনটাকে বিবর্ণ করে ভারতীয় বোলাররা।

বিশেষ করে আর্শদীপ সিং একাই ধসিয়ে দিয়েছেন প্রোটিয়াদের। ৫ উইকেট তুলে নিয়ে গড়েছেন একটি রেকর্ডও।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ জোহানেসবার্গে প্রোটিয়াদের ৮ উইকেটে হারিয়েছে ভারতীয় দল।  

স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এই ম্যাচে গোলাপি রঙের জার্সি পরেন প্রোটিয়ারা। কিন্তু এমন ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায় তারা। ঘরের মাঠে ওয়ানডেতে এটি তাদের সর্বনিম্ন রান সংগ্রহ। এর আগে ২০১৮ সালে ভারতের বিপক্ষেই ১১৮ রানে করেছিল দলটি।  

ভারতের দুই পেসার আর্শদীপ সিং এবং আভেশ খানের বোলিং তোপে মাত্র ২৭.৩ ওভারেই থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। আর্শদীপ ১০ ওভারে ৩৭ রান খরচে একাই নেন ৫ উইকেট। তিনিই প্রথম ভারতীয় বোলার যিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেটে পাঁচ উইকেট নিলেন। অথচ আজকের আগে আরও তিনটি ওয়ানডে খেলে কোনো উইকেট পাননি এই বাঁহাতি পেসার।  
এছাড়া আভেশের ঝুলিতে যায় ৪ উইকেট। এছাড়া ১ উইকেট নিয়েছেন কুলদিপ যাদব। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ৩৩ রান করেন আন্দেলে ফেহলুকায়ো। এছাড়া ২৮ রান করেন টনি ডি জোরজি। দলের বাকি সাত ব্যাটার পারেননি দুই অঙ্ক ছুঁতে।

১১৭ রানের লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়েই পেরিয়ে যায় ভারত। যদিও ওপেনার রুতুরাজ (৫) ফেরেন দ্রুতই। কিন্তু এরপর শ্রেয়াস আইয়ার ও সাই সুদর্শন মিলে দারুণ এক জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে দেন। শ্রেয়াস ৪৫ বলে ৫২ রান করলেও ৪৩ বলে ৫৫ রান নিয়ে অপরাজিত থাকেন সুদর্শন। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।