ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশে এসে দুই দিন এক কাপড়ে ছিলেন ইংলিশ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
বাংলাদেশে এসে দুই দিন এক কাপড়ে ছিলেন ইংলিশ ক্রিকেটার

উইল জ্যাকস গত ছয় মাস কাটিয়েছেন খুব ব্যস্ত সময়। ক্যারিয়ারের উত্থান পর্বে ঘুরে বেড়াচ্ছেন পুরো পৃথিবীজুড়ে।

এই সময়ের ভেতরই তার ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে তিন ফরম্যাটে। এতদিনে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছিলেন, বাংলাদেশে এসে হয়েছে ওয়ানডে অভিষেক।  

বিপিএল খেলতে আগেও এসেছিলেন এখানে। তবে এবারের সফরের শুরুটা মোটেও স্বাচ্ছন্দ্যের ছিল না জ্যাকসের জন্য। এই অলরাউন্ডারের লাগেজ আটকে ছিল বিমানবন্দরে। প্রায় দুই দিন পর সেটি ফিরে পেয়েছেন তিনি। এই সময়ে এক কাপড়েই থেকেছেন জ্যাকস।  

ওই অভিজ্ঞতা শুনিয়ে তিনি বলেছেন, ‘আমি এখানে ২৫ তারিখ রাতে নামি কিন্তু তখন আমার ব্যাগ আসেনি। মঙ্গলবার সকাল অবধি পাইনি সেটা। অনুশীলন করা আমার জন্য কঠিন হয়ে গিয়েছিল ব্যাগ ছাড়া। ফিল সল্টের গ্লাভস পরেছিলাম, হাতে কয়েকটা বল লেগেছে আর ব্যাট ছিল ডেভিড মালানের। ’ 

‘অনুশীলনের জন্য আমার নতুন কিছু জিনিসও ছিল কিন্তু একই অন্তর্বাস পরে দুই দিন কাটাতে হয়েছে। আমি আসলে একই কাপড় পরে ৪৮ ঘণ্টা বিছানায় শুয়ে ছিলাম, এটা অনেকটাই বিষণ্ন করে দেওয়ার মতো ব্যাপার। ’

অভিষেকের আগের সময় ভালো না কাটলেও ম্যাচে খারাপ করেননি জ্যাকস। ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার সবচেয়ে কম খরুচে বোলার হিসেবে ৫ ওভারে দেন কেবল ১৮ রান, নিয়েছেন একটি উইকেটও। ব্যাট হাতে ৩১ বলে ২৬ রান করে ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

বাংলাদেশে খেলার অভিজ্ঞতা কাজে লেগেছে জানিয়ে তিনি বলছিলেন, ‘আমি বোধ হয় পাঁচ ম্যাচ খেলেছি মিরপুরে এর আগে। আমি তাদের পেসারদের বিপক্ষে খেলেছি, কেবল একজন স্পিনারই ছিল যাকে খেলেনি। আসলে যে আমাকে আউট করেছে, সে আমাদের দলে ছিল; আমি তাকে নেটে খেলেছি অনেক। পিচ কিছুটা কঠিন ছিল কিন্তু আমি এ ধরনের কন্ডিশনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ’

নিজের ব্যস্ত সূচি নিয়ে তিনি বলেন, ‘এটা আমার জন্য অনেক ব্যস্ত মৌসুম। আমার মনে হয় নভেম্বরের শুরু থেকে এখন অবধি কেবল ছয়দিন বাড়িতে কাটিয়েছি, এটা অনেকটা অসম্ভব ব্যাপার সত্যি বলতে। সূচি এখন এমনই, একজন খেলোয়াড় হিসেবে আপনাকে মেনে নিতে হবে যদি তিন ফরম্যাটে খেলতে চান; আমি সেটাই (তিন ফরম্যাট খেলা) করি। ’

বাংলাদেশ সময় : ০৯৪৯ ঘণ্টা, ৩ মার্চ, ২০২৩
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।