ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

বরগুনায় ঝরছে বৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
বরগুনায় ঝরছে বৃষ্টি বৃষ্টি নামছে। ছবি: বাংলানিউজ

বরগুনা: সূর্যগ্রহণের কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যের আলোর দেখা মেলেনি বরগুনায়। ফলে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একইসঙ্গে সন্ধ্যা থেকে বরগুনায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টি শুরু হয়ে রাত সাড়ে ১২টা পর্যন্ত নামছে।

বৃষ্টিতে আটকা পড়েছেন বরগুনা শহরের মাছবাজার ব্রিজের বসে ষাটোর্ধ আব্দুল কুদ্দুস বাংলানিউজকে বলেন, এমনিতেই তীব্র শীতে কাহিল, তারপর আবার শুরু হয়েছে বৃষ্টি! রাতে বাড়ি যেতে পারবো কিনা জানি না।

তবে, মনে হচ্ছে ভিজে বাড়ি যেতে হবে।

নদীর চড় গোলবুনিয়া থেকে ফিরে আসা রমিজ জাবের টিংকু বাংলানিউজকে বলেন, বেড়াতে গিয়েছিলাম নদীরপাড়ে। বৃষ্টির কারণে তাড়াতাড়ি ফিরে এসেছি। মোটরসাইকেল চালিয়ে আসায় ঠাণ্ডায় হাত নাড়াতে পারছি না বলে যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।