ঢাকা: বৃষ্টির বাড়ার আভাস থাকায় ফের বাড়ছে তিস্তা নদীর পানি, যা আগামী দুদিনে সতর্ক সীমায় পৌঁছাতে পারে।
বুধবার (২৭ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবো জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।
আগামী ৭২ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে এবং উজানে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা প্রদেশে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘণ্টা কমতে পারে এবং পরবর্তী দুদিন বৃদ্ধি পেতে পারে। এ সময়ে তিস্তা নদীর পানি লালমনিরহাট ও নীলফামারী জেলায় সতর্ক সীমায় (Warning level) প্রবাহিত হতে পারে।
এদিকে চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরি, গোমতী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী দুদিন পেতে পারে।
এছাড়া সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল আগামী ০২ দিন স্থিতিশীল থাকতে পারে ও ৩য় দিন বৃদ্ধি পেতে পারে। ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল আগামী পাঁচ দিন পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা নদীর পানি সমতলও আগামী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী দুদিন বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান আছে, যা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে।
ইইউডি/আরআইএস