ঢাকা: উত্তরাঞ্চলের চার জেলার বন্যা পরিস্থিতি আগামী তিনদিনে উন্নতি হতে পারে।
সোমবার (৬ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবো জানিয়েছে, গত ৪ অক্টোবর থেকে দেশের উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগ ও সংলগ্ন উজানে ভারী থেকে অতি-ভারী বৃষ্টিপাতের প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি অতি-দ্রুত বৃদ্ধি পেয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। বতমানে নদীগুলোর পানি সমতল হ্রাস পাচ্ছে; তবে তিস্তা নদী কাউনিয়া (রংপুর) পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৩ দিন নদীগুলোর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
ইইউডি/জেএইচ