ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

এভিয়াট্যুর

ঢাকায় এয়ার এশিয়ার সিইও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
ঢাকায় এয়ার এশিয়ার সিইও আইরীন ওমর

ঢাকা: দু’দিনের সফরে ঢাকা এসেছেন এয়ার এশিয়া বেরহাদে’র সিইও আইরীন ওমর। এয়ার এশিয়ার ঢাকা ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা এসেছেন তিনি।



রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে ৩০ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশে এয়ার এশিয়ার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) টোটাল এয়ার সার্ভিস লিমেটেড (তাস) অনুষ্ঠানের আয়োজক।

আইরীন ওমর এয়ার এশিয়া বেরহাদের সিইও হিসেবে যোগ দেন ২০১২ সালের ১ জুলাই। তিনি এই কোম্পানির একজন এক্সিকিউটিভ ডিরেক্টরও।

আইরীন ওমর  ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী এয়ার এশিয়ার দ্রুত অগ্রসরমানতায় নিশ্চিত করতে এবং এর সর্বোচ্চ কারিগরি মান বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এয়ার এশিয়া ৭ হাজার স্টাফকে নিয়ে ৬২ টিরও বেশি গন্তব্যে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।   

আইরীন ওমর কর্মক্ষেত্রে তার সাফল্যের বেশ কিছু পুরস্কারও অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে- মালয়েশিয়ান ওমেন অব এক্সিলেন্স ২০১৪ এ্যাওয়ার্ড আউটস্ট্যান্ডিং এচিভমেন্ট (সিইও ক্যাটাগরি), সেলানগর এক্সিলেন্স বিজনেস অ্যাওয়ার্ডস ২০১৪- মাস্টার্স ওম্যান সিইও অব দ্যা ইয়ার।
  
ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশার নরলিন ওথম্যান।   

বাংলাদেশ সময় ১৭৫৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
এমএন/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।