ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

রানওয়েতে শিয়াল, ২৫ মিনিট দেরিতে নামল ফ্লাইট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, মে ৩১, ২০২৪
রানওয়েতে শিয়াল, ২৫ মিনিট দেরিতে নামল ফ্লাইট

নীলফামারী: সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে শিয়ালের ছোটাছুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ২৫ মিনিট দেরিতে অবতরণ করেছে।  শুক্রবার (৩১ মে) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিমানের অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজটি ঢাকা থেকে উড্ডয়ন করে।  সকাল ৮টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে এর অবতরণের কথা ছিল। কিন্তু অবতরণের সময় রানওয়েতে একটি শিয়ালকে এদিক-সেদিক ছোটাছুটি করতে দেখেন পাইলট।

এমন পরিস্থিতিতে উড়োজাহাজ অবতরণ না করে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। পরে নিরাপত্তাকর্মীরা শিয়ালটিকে তাড়িয়ে দেন। এতে প্রায় ২৫ মিনিট দেরিতে উড়োজাহাজটি অবতরণ করে।

বিমানবন্দরের নিরাপত্তা দেয়াল পেরিয়ে কীভাবে শিয়াল রানওয়েতে চলে এলো, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।  

তবে বিষয়টিকে বড় কিছু মনে করছেন না সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ।  ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বিষয়টি বড় কিছু নয়।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, মে ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।