শিল্পী কাইয়ুম চৌধুরী বাংলাদেশের চিত্রকলার ভুবনে এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে ৯ মার্চ থেকে ধানমণ্ডি বেঙ্গল গ্যালারিতে সন্ধ্যা ৬টায় ‘আত্মানুসন্ধান’ শীর্ষক এক চিত্রকর্ম প্রদর্শনী শুরু হতে যাচ্ছে।
প্রদর্শনীতে তার সম্প্রতি আঁকা ৮০টি চিত্রকর্ম স্থান পাবে। প্রদর্শনী শেষ হবে ২২ মার্চ।
প্রদর্শনীটি উদ্বোধন করবেন শিল্পী মুর্তজা বশীর, সব্যাসাচী লেখক সৈযদ শামসুল হক, শিক্ষাবিদ আনিসুজ্জামান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বাংলাদেশ সময় ১৬৩০, মার্চ ৪, ২০১২