ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

বিস্তারের ‘বীক্ষণ ও বাহাস’ এর ১৬তম পর্ব সন্ধ্যায়

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
বিস্তারের ‘বীক্ষণ ও বাহাস’ এর ১৬তম পর্ব সন্ধ্যায় ‘বীক্ষণ ও বাহাস’ এর ১৬তম পর্ব সন্ধ্যায়

ঢাকা: ‘সিনে ক্লাব বিস্তার’ আয়োজিত অন্তর্জালভিত্তিক চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ‘বীক্ষণ ও বাহাস’ এর ১৬তম পর্ব অনুষ্ঠিত হবে শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায়।

এ অধিবেশনে এবার আলোচিত হবে বাংলাদেশের নতুন তম প্রজন্মের প্রতিশ্রুতিশীল চলচ্চিত্রকার, দেবাশীষ দাস পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিঠুর বনে বিধুর নিরুপম’ (২০১৮)।

আনন্দের বিষয়, অনুষ্ঠানে ছবিটির নির্মাতা স্বয়ং উপস্থিত থাকবেন।

ছবিটি নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট চলচ্চিত্র লেখক ও সমালোচক বিধান রিবেরু। সবশেষে, ‘মিট দ্য ডিরেক্টর’ পর্বে থাকবে পরিচালকের সঙ্গে উপস্থিত দর্শক-শ্রোতাদের প্রশ্নোত্তর ও মুক্তালোচনা।

আলোচনায় অংশগ্রহণ কিংবা তা অনুধাবনের সুবিধার্থে অনুষ্ঠানের আগেভাগেই ছবিটি দেখে নেওয়ার জন্য এর একটি অন্তর্জাল সংযোগসূত্রও উদ্ধৃত হলো নিচে।

https://www.youtube.com/watch?v=ow7wuhpYpTQ&t=23s

অনুষ্ঠানের জুমলিংকটি হচ্ছে:

https://us02web.zoom.us/j/83345153803?pwd=SDN5UEhlWDkxS3lxVmhDS1JERmZyUT09

Meeting ID: 833 4515 3803

Passcode: bistaar

এছাড়া, বিস্তারের ফেসবুক পেজ থেকেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। তার লিংক:

https://www.facebook.com/chittagongartscomplex

সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে চলচ্চিত্রানুরাগী সবাই বিশেষভাবে আমন্ত্রিত।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।