ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বরিশালে জয়নুল চারুকলা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
বরিশালে জয়নুল চারুকলা উৎসব জয়নুল চারুকলা উৎসবে শিশুদের আঁকা ছবি পরিদর্শন করছেন বরিশাল জেলা প্রশাসক। ছবি: বাংলানিউজ

বরিশাল: ২৯ ডিসেম্বর জাতীয় শিল্পকলা দিবস পালনের দাবি জানিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘জয়নুল চারুকলা উৎসব’।

বাংলাদেশের চিত্রশিল্প আন্দোলনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চারুকলা বরিশাল এ আয়োজন করে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে নগরের অশ্বিনী কুমার হলে ফিতা কেটে উৎসবের প্রথম পর্বের উদ্ধোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

বরিশাল চারুকলা সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। স্বাগত বক্তব্য রাখেন চারুকলা সাবেক সভাপতি দিপংকর চক্রবর্তী।

এসময় আরও বক্তব্য রাখেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের সরাসরি শিক্ষার্থী প্রফেসর লুৎফে আলম ও ভাষাসৈনিক ইউসুফ হোসেন কালু।

এর আগে জেলা প্রশাসক উৎসব উপলক্ষে শিশুদের আঁকা চিত্র পরিদর্শন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় আরও বক্তব্য রাখেন ইউনিসেফ’র বরিশাল বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ, বরিশাল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, বরিশাল জাহানারা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালেহ মাহমুদ শেলী, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সভাপতিমন্ডলীর সদস্য শুভংকর চক্রবর্তী।

চারুকলা বরিশালের সম্পাদক রনি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি সানাউল হক চানু।

অনুষ্ঠানে বরিশাল চারুকলা সংগঠন থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

এছাড়াও দ্বিতীয় পর্বে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের হাতে সিটি মেয়র পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।