ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

সঙ্গীতের মাধ্যমে মান্না দে’র জন্মশতবর্ষ স্মরণ আইজিসিসির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
সঙ্গীতের মাধ্যমে মান্না দে’র জন্মশতবর্ষ স্মরণ আইজিসিসির

ঢাকা: ভারতীয় উপমহাদেশের কালজয়ী সঙ্গীতশিল্পী মান্না দে’র জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশান অ্যাভিনিউয়ের ইন্দিরা গান্ধী কালচালারাল সেন্টারে এ অনুষ্ঠানের অয়োজন করা হয়।

মান্না দে স্মরণে মিউজিক্যাল ট্রিবিউট অনুষ্ঠানে ভারতীয় সঙ্গীতশিল্পী ডা. অমিতাভ চন্দ, বাংলাদেশের সঙ্গীতশিল্পী মৃদুলা সমাদ্দার এবং আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাক পরিবেশনা করেন।

এসময় শিল্পীরা আয়োজনে 'জ্বালাও আকাশপ্রদীপ', 'সুন্দরী গো দোহাই দোহাই', 'ও কেন এত সুন্দরী হলো', 'যদি কাগজে লেখো নাম', 'জড়োয়ার ঝুমকো থেকে', 'ও চাঁদ সামলে রাখো জোছোনাকে', 'গহন মেঘের ছায়া ঘনায়', 'হয়ত তোমারই জন্য', 'আমি যে জলসাঘরে', 'চম্পা চামেলী গোলাপেরই বাগে', 'ইয়র রাত ভিগি ভিগি', 'পিয়ার হুয়া একরার হুয়া', 'কফি হাউসের সেই আড্ডাটা'সহ মান্না দে'র বিভিন্ন বিখ্যাত গান পরিবেশন করেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকার মান্না দে ১৯১৯ সালের ১ মে জন্মগ্রহণ করেন। সারা জীবনে ৫ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন তিনি। ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী ছিলেন মান্না দে। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৭ সালে তাকে দাদা সাহেব ফালকে সম্মাননায় ভূষিত করা হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।