ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

আইজিসিসিতে শিল্পী মনির চৌধুরীর 'বেস্ট পারফর্ম'

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
আইজিসিসিতে শিল্পী মনির চৌধুরীর 'বেস্ট পারফর্ম' গান পরিবেশন করছেন প্রখ্যাত সংগীত শিল্পী মনির চৌধুরী, ছবি: বাংলানিউজ

ঢাকা: খুব জমকালো কোনো আয়োজন হলেও জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের দর্শক সারি কানাই কানাই পূর্ণ খুব কমই হয়। তবে প্রখ্যাত সংগীত শিল্পী মনির চৌধুরীর একক সঙ্গীতানুষ্ঠান ‘চিরদিনের গানে’র স্নিগ্ধ রেশ হার মানিয়েছে তাকেও।

শুক্রবার (৮ মার্চ) বাংলাদেশ জাতীয় জাদুঘরে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হওয়া আয়োজনের ক্ষণ গণণায় ঘণ্টা না পেরুতেই মিলনায়তন পূর্ণ হয়ে যায় সম্পূর্ণরূপে। দর্শক সারির সকলেই মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছে শিল্পীর গান।

রাজধানীর ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে ক্লাসিক্যাল মিউজিক, লোকসঙ্গীত, দেশাত্মবোধক, আধুনিক গানসহ বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন শিল্পী। আর এগুলোকে 'বেস্ট পারফর্ম' হিসেবেই আখ্যায়িত করেছে দর্শক-শ্রোতারা।

সন্ধ্যার এ জলসায় শিল্পীর পরিবেশনায় ছিল- মোর প্রিয় হবে এসো রাণী, নীল আকাশের নিচে আমি, আমার স্বপ্নে দেখা রাজকন্যা, যদি কাগজে লেখ নাম, সবাই তো সুখি হতে চায়, ভ্রমর কইয়ো গিয়া'সহ বিভিন্ন জনপ্রিয় গান। এসময় শিল্পীর সঙ্গে যন্ত্র সঙ্গীতে সঙ্গত করেন তবলায় বিশ্বজিৎ সরকার, গিটারে নাসির আহমেদ, কীবোর্ডে রবিনস, কীপ্যাডে নজরুল ইসলাম নিজু এবং বেহালায় সুনীল কুমার।

আয়োজন শেষে শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন আইজিসিসির পরিচালক ড. নীপা চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।