ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

জাবিতে ‘স্বাধীনতা ও গণতন্ত্র’ বইয়ের মোড়ক উন্মোচন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
জাবিতে ‘স্বাধীনতা ও গণতন্ত্র’ বইয়ের মোড়ক উন্মোচন ‘স্বাধীনতা ও গণতন্ত্র’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আবদুল লতিফ মাসুমের ‘স্বাধীনতা ও গণতন্ত্র’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সরকার ও রাজনীতি বিভাগের সেমিনার কক্ষে বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক এম সলিমুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মোচনকালে সলিমুল্লাহ বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও তার পরবর্তী রাজনীতি, তত্ত্ব ও ব্যবহারিক এবং বাস্তব প্রয়োগিক বিষয়ে বিষদ আলোচনা করা হয়েছে এ বইতে।

বইটি বর্তমান পাঠকদের আকৃষ্ট করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা।  

‘স্বাধীনতা ও গণতন্ত্র’ বইটিসহ মোট ২০টি প্রবন্ধ প্রকাশ করেছেন অধ্যাপক আবদুল লতিফ মাসুম। এ বইটি উৎসর্গ করা হয়েছে অধ্যাপক এম সলিমুল্লাহ খানকে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad