ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

নেত্রকোনায় আড্ডা-আলোচনায় হুমায়ূন স্মরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
নেত্রকোনায় আড্ডা-আলোচনায় হুমায়ূন স্মরণ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আড্ডা ও আলোচনা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনায় প্রাণবন্ত আড্ডায় আলোচনার মধ্য দিয়ে জননন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৩ নভেম্বর) দিনগত রাতে জেলা প্রেসক্লাব মিলনায়তনে আড্ডা ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে হুমায়ূন স্মৃতি সংসদ।

এতে উপস্থিত ছিলেন অধ্যাপক ননী গোপাল সরকার, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাংবাদিক শ্যামলেন্দু পাল, তানভীর জাহান চৌধুরী, কামাল হোসাইন, আলপনা বেগমসহ হুমায়ূনের ভক্ত-অনুসারী ও বিশিষ্টজনেরা।  

হুমায়ূনের জন্মজেলায় আয়োজিত এ অনুষ্ঠানে তার ৬৯তম জন্মদিনের কেকও কাটা হয়।

বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।