ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

শিল্প-সাহিত্য

বগুড়ায় শেষ হলো দুই দিনব্যাপী কবি সম্মেলন-বইমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
বগুড়ায় শেষ হলো দুই দিনব্যাপী কবি সম্মেলন-বইমেলা ছবি: আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: পাঁচ বিশিষ্টজনকে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে বগুড়ায় শেষ হলো দুই দিনব্যাপী কবি সম্মেলন ও বইমেলা।

শনিবার (৮ অক্টোবর) বিকেলে ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র আয়োজিত সম্মেলন ও বইমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি মাকিদ হায়দার।

কবি রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ছিলেন ছড়াকার আলম তালুকদার, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামস উল আলম, কবি মুহম্মদ শহীদুল্লাহ, রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকার, কবি শিবলী মোকতাদির, শিশু সংগঠক আব্দুল খালেক, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম।
 
এদিন কবিতায় অবদান রাখায় গোলাম কিবরিয়া পিনু, সাংবাদিকতায় ওয়াসিকুর রহমান বেচান, লোকসাহিত্যে ড. বেলাল হোসেন, লিটল ম্যাগাজিন সম্পাদনায় আব্দুল মান্নান স্বপন এবং প্রকাশনায় অবদান রাখায় কালি পদ সেন টিপুর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

শুক্রবার (৭ অক্টোবর) সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম এ আয়োজনের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।