ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

শিল্প-সাহিত্য

কবিতা

প্রাণদ | কাউসার সাকী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, আগস্ট ৪, ২০১৬
প্রাণদ | কাউসার সাকী

প্রাণদ
একটা সম্পর্ক ছিঁড়ে গেলো বলে সকল গ্রন্থি
থেকে নিজেকে কেটে নিয়ে কে তুমি চলে
যাচ্ছ নো-ম্যানস-ল্যান্ডের দিকে? কে তুমি
আত্মার ধ্রুব প্রভাকে ঢাকবে ভাবছ মেখে
সায়ন্তন? শোনো! বলো, কার বেদনা নাই!
যে বাহারি প্রজাপতি তোমার সামনে উড়ে
এলো সে তো পেরিয়ে এসেছে দীর্ঘ কীটের
ইতিহাস। মঞ্চ মাতানো রিংমাস্টারও
গ্রিনরুমে মুছে এসেছে পুত্রবিয়োগের
তরতাজা শোক।

আর এই যে শত-কোটি
বছরের বেদনার্ত পৃথিবী, তাকেও দেখো।
দেখো, ধ্বস্ত দালানের পাশে কীভাবে সে
জ্বেলে রাখে নির্বিকার রঙ-ফুল!

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।