ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

শুদ্ধসঙ্গীত প্রসারে নিবেদিতপ্রাণ শফিউর রহমান আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুন ২৭, ২০১১
শুদ্ধসঙ্গীত প্রসারে নিবেদিতপ্রাণ শফিউর রহমান আর নেই

ঢাকা: শুদ্ধসঙ্গীত প্রসার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম কর্মী হিসেবে খ্যাত শফিউর রহমান ইন্তেকাল করেছেন। রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে সোমবার সকালে মারা যান তিনি।

তার বয়স হয়েছিলো ৮০ বছর।

শফিউর রহমান স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার সকালে কলাবাগান বশিরউদ্দিন রোড মসজিদে নামাজে জানাজার পর শফিউর রহমানের মরদেহ সাধারণের শ্রদ্ধার জন্য বিশ্বসাহিত্যকেন্দ্রে রাখা হয়। বিকেলে তার লাশ দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।

শফিউর রহমান ১৯৩১ সালে জন্মগ্রহন করেন। সঙ্গীতের একনিষ্ঠ অনুরাগী হিসেবে তিনি শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠী গঠন করেন।
 
শফিউর রহমানের বড় ছেলে সাংবাদিকতা ও যোগাযোগ গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর তার বাবার মৃত্যুতে সকলের প্রতি দোয়া কামনা করেছেন।

বাংলাদেশ সময় ১৬২০ ঘণ্টা, জুন ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।