ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

ঢাবিতে খড়িমাটির কবিতাপাঠ অনুষ্ঠিত

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ঢাবিতে খড়িমাটির কবিতাপাঠ অনুষ্ঠিত

ছোটকাগজ ‘খড়িমাটি’ আয়োজিত ‘নক্ষত্রে সাজানো ডানা’ শীর্ষক কবিতাপাঠ শুক্রবার (২২ জানুয়ারি ২০১৬) বিকাল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে কবিতা পড়েন কবি রুবী রহমান, শিহাব সরকার, ফরিদ কবির, সরকার মাসুদ, জুয়েল মাজহার, ভাগ্যধন বড়ুয়া, শিবলী মোকতাদির, শামীম রেজা, মানজুর মুহাম্মদ, ওবায়েদ আকাশ, জুনান নাশিত, তুষার কবির, সোহেল হাসান গালিব, আলতাফ শাহনেওয়াজ, পিয়াস মজিদ এবং দ্বিত্ব শুভ্রা।



অনুষ্ঠানে কবিরা বলেন, কবিতার জন্য সময় প্রয়োজন। কবিতাকে যত বেশি সময় দেয়া যাবে, কবিতা তত বেশি আপন অধিকার নিয়ে দাঁড়াবে। সমাজকে যত বেশি কবিতার কাছাকাছি রাখা যাবে, সমাজ তত কুলষমুক্ত হবে।

স্বাগত বক্তব্য রাখেন কবি ও সম্পাদক মনিরুল মনির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী মাসুম আজিজুল বাসার। কবিতাপাঠ উপলক্ষে প্রকাশিত হয়েছে খড়িমাটির একটি বিশেষ সংখ্যা। এতে আমন্ত্রিত ১৯ কবির কবিতা প্রকাশিত হয়।



বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
টিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।