ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

শিল্প-সাহিত্য

জোড়া কবিতা | রেজা রিফাত

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, আগস্ট ৯, ২০১৫
জোড়া কবিতা | রেজা রিফাত

একাকীত্বের ধ্যান

তুমি যদি ভেবে থাকো ভালোবাসার জন্য আমি মৃত সাগরের পাড় ধরে
জেরুজালেম পোঁছে যাব, কিংবা মুহূর্তেই পাড়ি দেব সহস্র মাইল;
তবে তুমি ভুল জেনেছো, এ ভালোবাসার বিকিকিনিতে আমি এক অচল শামুক
পৃথিবী তোমাদেরকে পাওয়ার জন্য যত দ্রুতই আবর্তিত হোক না কেন
আমি ঠিক পড়ে থাকব স্থির, নিশ্চল হয়ে, একি দূরত্বে!
 
এই তোমরা যারা কামনা-বাসনার মারপ্যাঁচ বুঝতে গিয়ে গুলিয়ে ফেল
শ্বেত শুভ্র জোছনা আর মলিন অন্ধকারের তফাৎময় আড়ষ্টতা, তবে
মনে রেখ— এখনো ভালোবাসা জেগে ওঠে এক নিঃসীম শূন্যতার পরে
একাকীত্বের ধ্যানে, হৃদয় যখন ভরে উঠে আঘাতে আঘাতে, পূর্ণ যন্ত্রণায়!


এখন বৃষ্টি নামে অমরত্বে

তুমি বলেছিলে এক অন্ধকার সময়ে বৃষ্টিতে ভিজতে
তারপর আমি বহুবছর বৃষ্টির অপেক্ষায় কাটিয়েছি
এই দিন-রাত আবর্তিত হয়েছে সহস্রবার চক্রাকারে
অসম্ভব জ্যোতিষ্মান সূর্যের অনলে পুড়েছে বৃক্ষতরু
উত্তরের হিমেল বাতাস কাঁপিয়ে দিয়েছে শীর্ণ হাড়—
তবু আমার দুর্দম প্রতীক্ষার অন্তিম পর্দা নামেনি।
যদিও তুমি নিজেই বিস্মৃত হয়েছ বৃষ্টিবন্দনার মন্ত্র
প্রণয়ের সুবাসে মুগ্ধ রমণী অন্যকারো মৈথুনে রত।


কালাতীত ধুলোয় মিশে গেছে নিশিথরাতের বকুল
পাথর জমে জমে হয়েছে অলৌকিক অগ্নিময় পাহাড়
এরপর অনেক দিন পর, সুনিবিড় আঁধার নিশিতে
আকাশ ফুঁড়ে অবিশ্রান্ত বৃষ্টি নামল সলজ্জ জমিনে
নিঃশূন্য উপত্যকায় অনন্ত অশ্রুজলে একাকার হয়ে—
অকস্মাৎ হৃদয় গেল জেনে তুমি আছো অমরত্বে!



বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।