ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

প্রকাশনার ১১ বছর

ঐতিহ্যর ‘বই উৎসব’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১
ঐতিহ্যর ‘বই উৎসব’

সৃজনশীল প্রকাশনা ঐতিহ্য এ বছর পূর্ণ করতে যাচ্ছে ১১ বছর। এক দশকের অধিককাল ধরে ঐতিহ্য শুধু পাঠকদের জন্য সুনির্বাচিত বই-ই প্রকাশ করেনি, বই সহজলভ্য করা এবং বিশেষ মূল্যছাড়ে পাঠকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য প্রতি বছরই আয়োজন করে আসছে বই উৎসব।



এবার এ আয়োজন একযোগে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে। ২৪ এপ্রিল সকাল ১১টা থেকে শুরু হলো ঢাকার শাহবাগের পাবলিক লাইব্রেরি চত্বরে এবং চট্টগ্রামের স্টুডিও থিয়েটারে পক্ষকালব্যাপী বই উৎসব।

এ উৎসব উপলক্ষে ঐতিহ্য পাঠকদের জন্য প্রকাশ করছে ১১টি নতুন বই। এর মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায় রচনাবলি, আবদুশ শাকুর রচনাবলি, আবুল মনসুর আহমদের কথাসাহিত্য, আনিসুজ্জামান ও মালেকা বেগম সম্পাদিত নারী ছাড়াও রয়েছে অনুবাদ, উপন্যাস, থ্রিলার ও  শিকার কাহিনী।

এ উৎসবে পাঠকরা ঐতিহ্য প্রকাশিত আটশোর বেশি বই ২৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন।

ঢাকায় এ উৎসব চলবে আগামী ২০ মে ও চট্টগ্রামে ১০ মে পর্যন্ত। মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বাংলাদেশ সময় ১২৫৪, এপ্রিল ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।