ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিল্প-সাহিত্য

দুর্নীতিবিরোধী পথনাট্য উৎসব

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, মার্চ ২৫, ২০১১
দুর্নীতিবিরোধী পথনাট্য উৎসব

২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস। এ উপলক্ষে টিআইব ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ২৭ ও ২৮ মার্চ দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী পথনাট্য উৎসবের আয়োজন করেছে।

উৎসবের উদ্বোধন করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী এবং বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা।

দুইদিনের এ আয়োজনে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত ঢাকার ইয়েস নাট্যদল ছাড়াও অংশ নিচ্ছে গণনাট্যদল, সনাক ফরিদপুর;  গণনাট্যদল, সনাক শ্রীমঙ্গল ও গণনাট্যদল, সনাক মধুপুর। এছাড়াও অংশ নিচ্ছে সিরাজগঞ্জের বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ ও টাঙ্গাইলের ভূমিহীন সাংস্কৃতিক দল।

দুই দিনব্যাপী এ আয়োজন চলবে প্রতিদিন বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

বাংলাদেশ সময় ১৭৫০, মার্চ ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।