ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

পৃথিবী শাসন করতে পারেন কেবল কবি সাহিত্যিকরাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
পৃথিবী শাসন করতে পারেন কেবল কবি সাহিত্যিকরাই আসাদ চৌধুরী

ঢাকা: ‘মানুষের মর্যাদা কমে গেছে, বেড়ে গেছে লোভ’- এ দাবি করে পৃথিবীকে বর্তমানে একমাত্র কবি সাহিত্যিকরাই শাসন করতে পারেন বলে মন্তব্য করেছেন কবি আসাদ চৌধুরী।
 
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে দুর্জয় বাংলা সাহিত্য গ্রুপের মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



এ সময় ‘দুর্জয় বাংলা কবিতাগুচ্ছ’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘দুর্জয় সাময়িকী’ ম্যাগাজিনের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেন, সাহিত্যের মধ্যদিয়ে একটি জাতি বিকশিত হয়। বর্তমান সাংবাদিকতায় দুর্গতির কারণ হলো রিপোর্টারদের সঙ্গে সাহিত্যের যোগাযোগ কম। সাংবাদিক হতে চাইলে আগে সাহিত্য বুঝতে হবে।
 
দুর্জয় বাংলার সম্পাদক তৈমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- লেখক লিপি মনোয়ার, কে জি মোস্তফা, কবি জাকির আবু জাফর, নাসির উদ্দিন, শাহীন রেজা, সাহিত্যিক মোহাম্মদ আলী প্রমুখ।
 
পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।