ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

শিল্প-সাহিত্য

একুশের মেলায় মৌলি আজাদের ‘হুমায়ুন আজাদ : আমার বাবা’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, ফেব্রুয়ারি ৩, ২০১১
একুশের মেলায় মৌলি আজাদের ‘হুমায়ুন আজাদ : আমার বাবা’

চলছে বাংলা একাডেমীতে একুশের বইমেলা। একটা সময় ছিল যখন এ মেলায় প্রায় প্রতিদিনই উপস্থিত থাকতেন বাংলাদেশের প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ।

  ২০০৪ সালের ফেব্রুয়ারিতে মৌলবাদী ঘাতকদের হাতে তিনি আক্রান্ত হন, পরে ১১ আগস্ট প্রয়াত হন জার্মানিতে।

এবারের মেলায় আগামী প্রকাশনী থেকে বের হয়েছে হুমায়ুন আজাদের কন্যা মৌলি আজাদের বই ‘হুমায়ুন আজাদ : আমার বাবা’। বইটি মৌলি লিখেছেন তার বাবা হুমায়ুন আজাদের ব্যক্তিজীবন ও সাহিত্য জীবন সম্পর্কে। এ প্রসঙ্গে মৌলি বাংলানিউজটোয়েন্টিফোরকে বলেন ‘সম্পূর্ণ আব্বাকে নিয়ে একটি পূর্ণাঙ্গ বই আমি লিখেছি। বইটি উৎসর্গ করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বইটিতে মেয়ে হিসেবে আমার অনভূতিতে বাবা কেমন এ প্রসঙ্গই উঠে এসেছে। এখানে ব্যক্তি আজাদ, সাহিত্যিক আজাদসহ তার সম্পর্কে পাঠকদের অনেক অজানা বিষয়ই উঠে এসেছে। ’

৩ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বইটির বাংলা একাডেমীর নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন করেন ডেইলি সান সম্পাদক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

 

বাংলাদেশ সময় ২০৪০, ফেব্রুয়ারি ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।