ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

রাশিফল

কেমন যাবে আজকের দিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩২, সেপ্টেম্বর ২৯, ২০২৫
কেমন যাবে আজকের দিন

নতুন দিনের শুরুতে জেনে নিন তারকার ইঙ্গিত—আজ কেমন যাবে আপনার দিন? কে পাবেন সাফল্যের সুযোগ, কার জীবনে আসবে চমক বা সতর্কবার্তা? দেখে নিন, আজ আপনার রাশিফল কী বলছে!  

মেষ রাশি: আজকের দিনটি কিছুটা চাপে কাটতে পারে। অতিরিক্ত চিন্তা না করে মন যা চায়, তাই করুন।

কাউকে ব্যাখ্যা দিতে যাবেন না। নিজের সমস্যার সমাধান নিজেকেই খুঁজতে হবে—তাই নীরবে পরিস্থিতি সামাল দিন।

বৃষ রাশি: আজকের দিনটি আপনার জন্য শুভ। কাছের কারও সঙ্গে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এবং ভেবেচিন্তে পদক্ষেপ নিন। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না।

মিথুন রাশি: যা পাননি, তা ভেবে হতাশ হবেন না। বর্তমানকে উপভোগ করুন। লক্ষ্য ঠিক রেখে এগিয়ে চললে সাফল্য আসবেই। অন্যের আবেগের মূল্য দিন, তবে জোর করে কাউকে খুশি করতে যাবেন না।

কর্কট রাশি: বহুদিনের অপূর্ণ আশা পূরণের সম্ভাবনা আছে। প্রিয় কারও সঙ্গে দেখা হতে পারে। অর্থলাভের ইঙ্গিত রয়েছে, তবে এখনই বিনিয়োগে যাবেন না।

সিংহ রাশি: সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না। তাই অযথা নিয়ন্ত্রণের চেষ্টা না করে পরিস্থিতি অনুযায়ী সাবধানে এগিয়ে চলুন। জয় অবশেষে আপনারই হবে। অন্যের কথায় প্রভাবিত হবেন না।

কন্যা রাশি: কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করুন। আবেগপ্রবণ হয়ে হঠাৎ সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা আছে। ছোট ছোট লক্ষ্য স্থির করে এগিয়ে যান।

তুলা রাশি: আজকের দিনটা দ্বিধায় ভরা হতে পারে। অযথা দুশ্চিন্তা না করে নিজের কাজে মন দিন। সবকিছু আপনার হাতে নেই, তাই উদ্বিগ্ন না হয়ে দায়িত্ব পালন করুন। বিনিয়োগের আগে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। যা সম্ভব নয়, তা স্বীকার করুন। ঝুঁকি নিয়ে কাজ করলে উল্টো সুনামের বদলে দুর্নাম আসতে পারে। অপ্রয়োজনে বাকবিতণ্ডা এড়িয়ে চলুন।

ধনু রাশি: লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলুন। সততা ও সত্যের পথেই সাফল্য মিলবে। অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের বিশ্বাসে অটল থাকুন।

মকর রাশি: সব কিছু পরিকল্পনামতো নাও চলতে পারে। ভুল থেকে শিক্ষা নিন। ছোটখাটো ভুলভ্রান্তিতে ভেঙে পড়বেন না। হঠাৎ অর্থাগমের সম্ভাবনা থাকলেও বিনিয়োগে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি: আজ কিছু অপ্রত্যাশিত ঘটনা আপনাকে অবাক করতে পারে। অর্থাগমের ইঙ্গিত রয়েছে, তবে বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন।

মীন রাশি: কোনো কাজ ফেলে রাখবেন না, আজই সেরে ফেলুন। দেরি করলে জটিলতা বাড়তে পারে। ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।