ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

খাগড়াছড়িতে সংক্রমণের হার ৬১.৫৪ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
খাগড়াছড়িতে সংক্রমণের হার ৬১.৫৪ শতাংশ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৬১.৫৪ শতাংশ।

আক্রান্তদের মধ্যে জেলা সদরের ১৮ জন, মাটিরাঙ্গার ৪ জন এবং পানছড়ির ২ জন রয়েছেন। নতুন পুরাতন মিলে বর্তমানে ৫০ জন কোভিড রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেলায় এখন পর্যন্ত ১০ হাজার ৬০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১০ জন।

চলতি মাসে ২ হাজার ৬৭৯ জনের নমুনা পরীক্ষায় ৭৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.৬৩ শতাংশ। জেলায় এখন পর্যন্ত মোট মৃত্যু ১৫ জন।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ সবাইকে লক্ষণ দেখা দিলে করোনা পরীক্ষাসহ চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad