ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

সিলেটে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
সিলেটে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০

সিলেট: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরও তিন জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৩০ জন।

সোমবার (১৯ এপ্রিল) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলায় আরও ১৩০ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এরমধ্যে ৮৯ জনই সিলেটের, সুনামগঞ্জে ৬ জন,  মৌলভীবাজারে ১৪ জন, হবিগঞ্জে ৩ জন। তন্মধ্যে ওসমানী মেডিক্যালে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. চয়ন রায় বাংলানিউজকে বলেন, সোমবার পর্যন্ত হাসপাতালে ৮৮ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে আছেন ১৪ জন। রোগীর সংখ্যা বেড়ে গেলেও আমরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি।

এদিকে গত ২৪ ঘণ্টায় তিনজনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৩১৪ জনে পৌঁছেছে। এর মধ্যে সিলেট জেলার ২৪৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন।

এছাড়া নতুন করে ১৩০ জনসহ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫৬৪ জনে পৌঁছেছে। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৩৩ জন। সুনামগঞ্জে ২ হাজার ৬৭৫ জন, হবিগঞ্জে ২ হাজার ২৩৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২২২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। বিপরীতে সুস্থ হয়ে ওঠেছে ১৭ হাজার ৫৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন করোনা আক্রান্ত রোগী। এ নিয়ে বিভাগের চার জেলায় বিভিন্ন হাসপাতালে ৩১৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩০০ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ৩ জন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।