ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

দেশে নয় মাসে করোনার সর্বোচ্চ রোগী শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, মার্চ ২৩, ২০২১
দেশে নয় মাসে করোনার সর্বোচ্চ রোগী শনাক্ত

ঢাকা: দেশে নয় মাসের মধ্যে করোনায় সবচেয়ে বেশি মানুষ সংক্রমিত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ দিনে মোট শনাক্ত হয়েছে তিন হাজার ৫৫৪ জনের।

আর মৃত্যু হয়েছে ১৮ জনের। এর আগে গত বছরে ২ জুলাই চার হাজার ১৯ জন রোগী শনাক্ত হয়েছিল।  

এছাড়া ১৫ জুলাই শনাক্ত হয় তিন হাজার ৫৩৩ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে ১৩ দশমিক ৬৯ শতাংশ হয়েছে। যা ৫ ডিসেম্বরের পর সবচেয়ে বেশি।  

মঙ্গলবার (২৩ মার্চ ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ জনসহ মোট মৃত্যু হয়েছে আট হাজার ৭৩৮ জনের। নতুন শনাক্ত তিন হাজার ৫৫৪ জনসহ পাঁচ লাখ ৭৭ হাজার ২৪১ জনে দাঁডিয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।

দেশে গত বছরের ৮ মার্চ করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। প্রথম শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

এখন পর্যন্ত দেশে মোট রোগী শনাক্ত ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন। মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৩৮ জনের।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
পিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।