ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

গণস্বাস্থ্য নগর হাসপাতালে পূর্ণাঙ্গ নিউরোসাইন্স সেন্টার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
গণস্বাস্থ্য নগর হাসপাতালে পূর্ণাঙ্গ নিউরোসাইন্স সেন্টার

ঢাকা: দেশের সাধারণ জনগণের জন্য চিকিৎসাসেবা আরো সহজতর করতে পূর্ণাঙ্গ নিউরোসাইন্স সেন্টার খুলেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল।

শনিবার (৩১ অক্টোবর) গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই  নিউরোসাইন্স সেন্টারের আওতায় সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) মস্তিস্কের বিভিন্ন ধরনের সমস্যার অপারেশনসহ বিভিন্ন এক্সিডেন্ট বা ট্রমার সব রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর হাসপাতালের নিউরোসাইন্স সেন্টারের সার্বিক তত্বাবধানে রয়েছেন অধ্যাপক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী (এমবিবিএস, ডিএ, এমএস- নিউরো সার্জারি)।

এছাড়া সাধারণ জনগণের কথা ভেবে গণস্বাস্ব্য নগর হাসপাতাল মেরুদণ্ডের সমস্যা, সেরিব্রাল পলসি, পিএলআইডি, স্ট্রোক, প্যারালাইসিস, ডিমেনশিয়া, পারকিনসন ডিসিজসহ বিভিন্ন স্নায়ুবিক রোগের সফল চিকিৎসা ও অপারেশন স্বল্প খরচে করার ব্যবস্থা রেখেছে এই নতুন ও পূর্ণাঙ্গ নিউরোসাইন্স সেন্টার বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।