bangla news

ফার্মাসিস্ট নিয়োগ পরীক্ষায় ৫ ভুয়া পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-২৫ ৯:৫৭:২৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা: স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন নিয়োগ পরীক্ষায় পাঁচজন ভুয়া পরীক্ষার্থীকে শনাক্ত করে পুলিশের কাছে সোপর্দ করেছে অধিদপ্তর। 

শুক্রবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি ডা. শহিদ মো. সাদিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন ২০১৩ সালে আহ্বান করা ফার্মাসিস্ট পদে নিয়োগ পরীক্ষা রাজধানীর তেজগাঁওয়ের সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। মোট ১ হাজার ১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২৩ জন পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে পাঁচজন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়ে। তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তাছাড়া অত্যন্ত সুন্দর পরিবেশে এর নিয়োগপরীক্ষা সম্পন্ন হয়েছে।

ভুয়া পরীক্ষার্থীরা হলেন- নাটোরের বড়াইগ্রাম থানার আয়নাল হকের ছেলে আব্দুল হালিম (রোল নম্বর- ৩৯০), রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়া এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে মো. সিরাজুল ইসলাম (রোল নম্বর- ৭৫৮), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার মো. পয়গাম আলীর ছেলে রবিউল ইসলাম রবি (রোল নম্বর- ৭৬০), নীলফামারী মহব্বত কাজীর পাড়া এলাকার মোস্তাহাব আলীর ছেলে মো. সাজু মিয়া (রোল নম্বর - ৬৭৭), পাবনার পাটোয়া এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. আমিন উদ্দীন (রোল নম্বর- ৬৪৯)।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এমএএম/এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-25 21:57:25