ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

রামেক হাসপাতালে আরও ১১ ডেঙ্গু আক্রান্ত রোগী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, আগস্ট ১৩, ২০১৯
রামেক হাসপাতালে আরও ১১ ডেঙ্গু আক্রান্ত রোগী ফাইল ছবি

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১১৬ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৩ আগস্ট) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস বাংলানিউজকে জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এবার চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

তাই এখানে আসা রোগীরা শতভাগ চিকিৎসা পাচ্ছেন। রক্ত পরীক্ষা, ডেঙ্গু রোগ সনাক্ত ও প্রয়োজনে রক্ত দেওয়াসহ সব ধরনের চিকিৎসা ব্যবস্থাপনা রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন। এছাড়া গতকাল সোমবার (১২ আগস্ট) একজন রোগী ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত এ হাসপাতালে মোট ৩৫৭ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে ২৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর ১১৬ জন এখনো চিকিৎসাধীন।

এর আগে গতকাল রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। আব্দুল মালেক নামের ওই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম হাউসনগর মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এসএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্বাস্থ্য এর সর্বশেষ