ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিএমএ বরিশাল জেলার সভাপতি ইসতিয়াক, সম্পাদক শাহিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
বিএমএ বরিশাল জেলার সভাপতি ইসতিয়াক, সম্পাদক শাহিন সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. মনিরুজ্জামান শাহিন।

বরিশাল: বাংলাদেশে মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশাল জেলা শাখায় নির্বাচন ছাড়াই বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন প্রার্থীরা।

বিএমএ'র ২০১৮-১৯ কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মো. ইসতিয়াক হোসেন ও সাধারণ সম্পাদক পদে বহাল থাকছেন ডা. মো. মনিরুজ্জামান শাহিন।

পাশাপাশি সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. মো. তৈয়বুর রহমান ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ মাকসুমুল হক।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার আধ্যাপক ডা. মানবেন্দ্র সরকার।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যুগ্ম সম্পাদক হয়েছেন ডা. এজেএম ইমরুল কায়েস, সাংগঠনিক সম্পাদক ডা. মো. মাসরেফুল ইসলাম সৈকত, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. শাহ মো. ফজলে রহমান খান, দফতর সম্পাদক ডা. শোভন বাড়ৈ, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ডা. মো. জাহিদ হাসান, সাংস্কৃতিক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. শিরিন সাবিহা তন্নি, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. মো. বকতিয়ার আল মামুন।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ডা. মু. কামরুল হাসান সেলিম, ডা. হাওয়া আখতার জাহান, ডা. শিখা রানী সাহা, ডা. এসএম সারওয়ার, ডা. বিপ্লব কুমার দাস, ডা. মাহবুব মোর্শেদ রানা, ডা. সুদীপ কুমার হালদার, ডা. নূরুন্নবী তুহিন, ডা. নাহিদ হাসান ও ডা. মো. মশিউর রহমান।

আর এরা সবাই ক্ষমতাশীন আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) প্যানেলের প্রার্থী।

গত ১৭ ডিসেম্বর ২৩টি পদে মোট  ৪৭টি মনোনয়নপত্র জমা হয়। তবে সাধারণ সম্পাদক পদে ১টি মনোনায়নই জমা পরে। ২৩ ডিসেম্বর ২৪ জন মনোনয়নপত্র প্রত্যহার করে নেয় । ফলে প্রতিটিতে একক প্রার্থী হওয়ায় স্বাচিপ প্যানেল বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হন।

এদিকে আগামী ১১ জানুয়ারি বিএমএ বরিশাল জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। যে নির্বাচনে বরিশালে মোট ৫৩১ জন ভোটারের ভোট দেওয়ার কথা ছিলো।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা ডিসেম্বর ২৪, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।