ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

দিনাজপুরে জাতীয় স্তন ক্যান্সার সচেতনতা দিবসে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
দিনাজপুরে জাতীয় স্তন ক্যান্সার সচেতনতা দিবসে র‌্যালি দিনাজপুরে জাতীয় স্তন ক্যান্সার সচেতনতা দিবসে র‌্যালি

দিনাজপুর: জাতীয় স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষ্যে দিনাজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১২টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সহযোগীতায় ও কলেজ অব নার্সিং সাইন্স দিনাজপুরের আয়োজনে র‌্যালি শেষে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাঙ্গণে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে কলেজ অব নার্সিং সাইন্স দিনাজপুরের অধ্যক্ষ ডা. সুরুজ উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি আফতাব উদ্দিন আহমেদ মন্ডল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, নিবার্হী সদস্য আবু তাহের আবু, মিসেস নাজমা মসির, খালেকুজ্জামান নান্নু, মো. আনোয়ারুল কবির, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের হাসপাতাল সুপারিনটেনডেন্ট ডা. সুধা রঞ্জন রায়, হাসপাতাল ম্যানেজার (প্রশাসন) এ.টি.এম মিজান উল আলম।  

উপস্থাপনায় ছিলেন পাবলিক রিলেশন কো-অর্ডিনেটর সৈয়দ শফিকুর রহমান (পিন্টু) ও কলেজ অব নার্সিং সাইন্স দিনাজপুরের অফিস সহকারী মো. শাহজাহান আলী।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।