ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

মেডিকেলে ‘ক্যারি অন সিস্টেম’ পুনর্বহালের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
মেডিকেলে ‘ক্যারি অন সিস্টেম’ পুনর্বহালের দাবি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: এমবিবিএস কোর্সে ‘ক্যারি অন সিস্টেম’পুনর্বহালের দাবি জানিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  এ দাবি জানানো হয়।



মেডিকেল শিক্ষায় ‘ক্যারি অন সিস্টেম’ হচ্ছে- কোন পেশাগত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর পরবর্তী বর্ষের ক্লাসে অংশ নেওয়ার সুযোগ দেওয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের ছাত্র আরাফাত রহমান।

এতে বলা হয়, ২০০২ সালে প্রণীত মেডিকেল পাঠ্যক্রম অনুযায়ী একজন শিক্ষার্থী প্রথম পেশাগত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনের পরই দ্বিতীয় পেশাগত পরীক্ষার ক্লাসে অংশ নিতে পারবেন।

এতে শিক্ষার্থীরা কোন বিষয়ে ফেল করলেও পরবর্তী প্রথম সাপ্লিমেন্টারিতে (৬ মাস পর অনুষ্ঠিত পরীক্ষা) অংশ নিয়ে উত্তীর্ণ হলে ওই শিক্ষাবর্ষে পিছিয়ে পড়তেন না।

কিন্তু ২০১২ সালের প্রণীত মেডিকেলের নতুন কারিকুলাম অনুযায়ী-একজন শিক্ষার্থী প্রথম সাপ্লিমেন্টারি পরীক্ষায় কৃতকার্য হলেও সে তার শিক্ষাবর্ষে ৬মাস পিছিয়ে যাবে।

এ ক্ষেত্রে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে নবগঠিত নতুন ব্যাচের একাডেমিক কার্যক্রম সম্পর্কে কারিকুল‍ামে কোন সুস্পষ্ট নির্দেশনা উল্লেখ নেই।

এতে মেডিকেল শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বাড়াসহ ‍তাদের মধ্যে হতাশাও বয়ে আনবে। তাছাড়া যথাসময়ে কোর্স শেষ করতে না পারলে শিক্ষানবীশ চিকিৎসক সংকটও দেখা দেবে।

তাই তারা নতুন কারিকুলামে ক্যারি অন সিস্টেম পুনর্বহালের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান।

সংবাদ সম্মেলনে একই দাবিতে ১ আগস্ট সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এ সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, পার্কভিউ মেডিকেল কলেজ ও নর্থইস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
এএএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।