ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

স্বাস্থ্য

সমাবেশে সংঘর্ষ: ঢামেকে চিকিৎসা নিয়েছে ১৩০ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
সমাবেশে সংঘর্ষ: ঢামেকে চিকিৎসা নিয়েছে ১৩০ জন

ঢাকা: রাজধানীতে সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৩০ জন। তাদের মধ্যে ৩৩ জনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

শনিবার (২৮ অক্টোবর) হাসপাতালে চত্বরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পরিচালক বলেন, আমাদের পূর্ব প্রস্তুতি নেওয়া ছিল। এ পর্যন্ত হাসপাতালে ১৩০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ৩৩ জন ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা করে অন্য জায়গায় চলে গেছেন। একজন পুলিশ সদস্যের অবস্থা সঙ্কটাপন্ন। তার মাথায় আঘাত রয়েছে। তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।