ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফুটবল

কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করল দ.কোরিয়া

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৬, ফেব্রুয়ারি ২, ২০২২
কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করল দ.কোরিয়া

বিশ্বকাপ বাছাইয়ে সিরিয়াকে হারিয়ে এশিয়া অঞ্চল থেকে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। ১৯৮৬ সাল থেকে এই নিয়ে টানা দশমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল দলটি।

 

বাছাইপর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার রাতে সিরিয়ার মাঠে ০-২ গোলে জিতেছে ২০০২ আসরের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া ।

এবারের বাছাই পর্ব পেরিয়ে এশিয়ার দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে উঠল দক্ষিণ কোরিয়া। গত বৃহস্পতিবার এই অঞ্চল থেকে প্রথম হিসেবে বিশ্বকাপের টিকেট কাটে ইরান।

ম্যাচে কিম জিন-সুর গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর চাং-হুনের লক্ষ্যভেদে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।