ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

সাত গোলের নাটকীয় ম্যাচ জিতে সেমিফাইনালে রহমতঞ্জ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, জানুয়ারি ৩, ২০২২
সাত গোলের নাটকীয় ম্যাচ জিতে সেমিফাইনালে রহমতঞ্জ ছবি: শোয়েব মিথুন

ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে ২০১২ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেলকে হারিয়ে সেমিফাইনালে উঠলো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ম্যাচটিতে শেষদিকে ঘুরে দাঁড়িয়ে ৪-৩ ব্যবধানে জয় পায় দলটি।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার (৩ জানুয়ারি) তৃতীয় কোয়ার্টার-ফাইনালে ২৮তম এগিয়ে যায় রহমতগঞ্জ। সানডে চিজোবার পাস ধরে মাঝমাঠ থেকে ডি-বক্সে নিয়ে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে সহজেই শেখ রাসেলের জাল খুঁজে নেন ফিলিপ আজাহ। ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ঘানার এই ফরোয়ার্ড।  

বিরতির পর খেলতে নেমে ৬৩তম মিনিটে চিয়াগো এদুয়ার্দো দো আমারালের দারুণ গোলে ব্যবধান কমায় শেখ রাসেল। ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। ৮০তম মিনিটে তাবারেজকে বক্সে সিওভুস আসরোরভ ফাউল করলে পেনাল্টি পায় শেখ রাসেল। দুর্দান্ত স্পট কিকে রহমতগঞ্জের জালে বল ভেড়ান কিরগিজস্তানের ডিফেন্ডার আইজার আখমেদভ।

৮৪তম মিনিটে এইলতন মাচাদো দি সৌজা রোজার গোলে এগিয়ে যায় শেখ রাসেল। শেষদিকে নাটকীয়ভাবে সানডের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। ৩-৩ সমতার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু তা কাল হয়ে দাঁড়ায় শেখ রাসেলের জন্য। ১১৮তম মিনিটে জয়সূচক গোল করে রহমতগঞ্জের সেমিফাইনাল নিশ্চিত করেন খন্দকার আশরাফুল ইসলাম।

টুর্নামেন্টের সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে রহমতগঞ্জ।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।