ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

সুয়ারেজের গোলে ফাইনালে চোখ বার্সার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
সুয়ারেজের গোলে ফাইনালে চোখ বার্সার ছবি: সংগৃহীত

ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বল দখলসহ আক্রমণাত্মক ফুটবলে বেশ এগিয়ে থেকেও ন্যুনতম ব্যবধানের জয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বার্সেলোনাকে। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে একমাত্র গোলটি করেন ফর্মে ফেরা লুইস সুয়ারেজ।

প্রথমার্ধ থাকে গোলশূন্য। ৬৭ মিনিটের মাথায় ভিজিটরদের ডিফেন্স দেয়াল ভাঙে টানা তিনবারের চ্যাম্পিয়ন বার্সা।

ডি-বক্সের মধ্যে থেকে লিওনেল মেসির চমৎকার ক্রস হেডে জালে পাঠিয়ে সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান উরুগুইয়ান ‘গোলমেশিন’।

নির্ধারিত সময়ের আগে আর কেউই গোলের দেখা পাননি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ভ্যালেন্সিয়ার মাঠে ফাইনালে নির্ধারণীর চ্যালেঞ্জে নামবে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।

আগামী বুধবার (৭ ফেব্রুয়ারি) সেমির ফিরতি পর্বের হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায়।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।