ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ফুটবল

ফার্গুসনের রেকর্ড ছুঁয়েছেন মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৩, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ফার্গুসনের রেকর্ড ছুঁয়েছেন মরিনহো হোসে মরিনহো ও স্যার অ্যালেক্স ফার্গুসন/ছবি: সংগৃহীত

কোচিং ক্যারিয়ারে চারটি ইংলিশ লিগ কাপ জেতার রেকর্ড গড়েছেন হোসে মরিনহো। নাম লিখিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনের পাশে। শুধু তাই নয়, ওল্ড ট্রাফোর্ডে প্রথম মৌসুমেই বড় কোনো ট্রফি জেতা প্রথম কোচ মরিনহো।

ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে সাউদাম্পটনকে ৩-২ ব্যবধানে হারিয়ে উল্লাসে মাতেন পগবা-ইব্রাহিমোভিচরা। এটি ম্যানইউর পঞ্চম লিগ কাপ (ক্যাপিটাল ওয়ান কাপ) শিরোপা।

...রেড ডেভিলসদের দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই দ্বিতীয় ট্রফির স্বাদ পেয়েছেন মরিনহো। গত বছরের আগস্টে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলে ইংলিশ জায়ান্টরা। লিগ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটিকে হারিয়ে এফএ কমিউনিটি শিল্ডের ট্রফি উঁচিয়ে ধরে মরিনহোর শিষ্যরা। এই ইভেন্টে আগের আসরের প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়ন মুখোমুখি হয়।

মরিনহো ও ফার্গুসন ছাড়াও চারটি লিগ কাপ জেতার গৌরব অর্জন করেছিলেন প্রয়াত ইংলিশ কোচ ব্রায়ান হাওয়ার্ড ক্লফ।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।