ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

ফুটবল

‘যতবারই পড়ি, উঠে দাঁড়াব’—লড়াইয়ের বার্তা দিলেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, মে ৭, ২০২৫
‘যতবারই পড়ি, উঠে দাঁড়াব’—লড়াইয়ের বার্তা দিলেন ইয়ামাল বার্সার বিদায়ে হতাশ ইয়ামাল মাঠেই শুয়ে পড়েন/সংগৃহীত ছবি

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। ইন্টারের বিপক্ষে হারের ফলে স্বপ্নভঙ্গ হয়েছে কাতালানদের।

সেই ব্যথা ছুঁয়ে গেছে কোটি সমর্থককে, ছুঁয়ে গেছে ১৭ বছর বয়সী বিস্ময় বালক লামিন ইয়ামালকেও।

এই তরুণ তারকা যিনি ইতোমধ্যেই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচিত, ম্যাচের পর নিজের ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। সেখানে ফুটে উঠেছে তার জয়ের ক্ষুধা, দায়বদ্ধতা, আর ভবিষ্যতের প্রতিজ্ঞা।

তিনি লিখেছেন, "আমরা সবকিছু দিয়েছি। এ বছর সম্ভব হয়নি, কিন্তু আমরা আবার ফিরব। সন্দেহ করো না, কুলেস (বার্সা সমর্থকদের ডাকনাম)! আমরা থামব না, যতক্ষণ না বার্সেলোনাকে তার প্রাপ্য জায়গায় — শীর্ষে — নিয়ে যেতে পারি। আমি আমার প্রতিজ্ঞা রাখব, এবং এটা বার্সেলোনায় নিয়ে আসব। আমরা থামব না, যতক্ষণ না তা অর্জন করি। "

এই লেখার সঙ্গে তিনি ম্যাচের সাদা-কালো কয়েকটি ছবি যুক্ত করেন, যেখানে তাঁর একাগ্রতা ও লড়াকু মনোভাব স্পষ্ট।

"রোববার আরেকটি ফাইনাল"

ইয়ামাল আরও বলেন, “কিন্তু সামনে রোববার, আরেকটি ফাইনাল। আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। বার্সা চিরজীবী হোক!”

রোববার বার্সেলোনা মুখোমুখি হবে ঘরোয়া লিগের রানার্সআপ রিয়াল মাদ্রিদের। সেই ‘এল ক্লাসিকো’ হতে পারে লা লিগার ভাগ্য নির্ধারণী ম্যাচ, যেখানে ইয়ামালের পায়ের দিকে তাকিয়ে থাকবে বার্সা সমর্থকরা।

একটি বার্তাও দিয়েছেন ইয়ামাল, “আমি যদি পড়ে যাই, আমি আবার উঠব। কারণ যখন আমার কিছুই ছিল না, আমি কঠোর পরিশ্রম আর আবেগ দিয়ে সবকিছু অর্জন করেছি। তাই যতবারই পড়ি না কেন, আমি আবার একজন যোদ্ধার মতো উঠে দাঁড়াব। ”

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।