ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ক্লাব ফুটবলে ৮০০ গোলের চূড়ায় রোনালদো, আল নাসরের পাঁচে পাঁচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪১, অক্টোবর ১৯, ২০২৫
ক্লাব ফুটবলে ৮০০ গোলের চূড়ায় রোনালদো, আল নাসরের পাঁচে পাঁচ সংগৃহীত ছবি

শনিবার রাতে আল-আউয়াল পার্কে আল ফাতাহর বিপক্ষে এক দুর্দান্ত ম্যাচে চোখধাঁধানো এক গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার অসাধারণ নৈপুণ্যে আল নাসর ৫-১ গোলের বিশাল জয় তুলে নিয়ে সৌদি প্রো লিগে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে।

এই জয়ের ফলে টানা পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল দলটি।

পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই পর্তুগিজ কিংবদন্তি যেন থামতেই চাইছেন না। ম্যাচের ৬০তম মিনিটে বক্সের বাইরে বাম প্রান্ত থেকে নেওয়া তার বুলেট গতির শট প্রতিপক্ষের গোলপোস্টের টপ কর্নারে আছড়ে পড়ে। এর ঠিক এক মিনিট আগেই অবশ্য তিনি একটি পেনাল্টি মিস করে বসেন, যা গ্যালারিতে উপস্থিত বিখ্যাত ইউটিউবার আইশোস্পিডসহ (IShowSpeed) সকল ভক্তদের হতাশ করেছিল।

তবে সেই হতাশা থেকে বেরিয়ে আসতে একদমই সময় নেননি রোনালদো। সাদিও মানের কাছ থেকে পাস পেয়ে কয়েক মুহূর্তের মধ্যে কয়েকটা স্টেপ-ওভারে মার্কারকে ছিটকে দিয়ে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি। গোলরক্ষকের চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

এই গোলটি ছিল পর্তুগিজ মহাতারকার বর্ণাঢ্য ক্যারিয়ারের ৯৪৯তম গোল, যা তাকে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে দিল। শুধু তাই নয়, এটি ছিল ক্লাব ফুটবলে তার ৮০০তম গোল, যা তার অসাধারণ ক্যারিয়ারে যোগ করেছে আরও একটি নতুন পালক।

এই জয়ের মাধ্যমে আল নাসর নিজেদের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখল। অন্যদিকে, আল ফাতাহর দুর্দশা অব্যাহত রয়েছে। তারা মাত্র এক পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৬তম স্থানে রয়েছে।

একই দিনে লিগের অন্যান্য ম্যাচে, আল হিলাল ৫-০ গোলে আল ইত্তিফাককে পরাজিত করে এবং আল হাজম ২-১ গোলে আল ওখদুদকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।